বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ০৬:১৯:১৭

বিয়ের আগের দিন ক্যাম্পাসে এসে আটক ছাত্রলীগ নেতা

বিয়ের আগের দিন ক্যাম্পাসে এসে আটক ছাত্রলীগ নেতা

এমটিনিউজ২৪ ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ থেকে ওই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়।

আটক ছাত্রলীগ নেতার নাম শরিফুল ইসলাম সাজিদ। তিনি ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং এআইএস বিভাগের ছাত্রলীগ শাখার বর্তমান সেক্রেটারি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাজিদ রিটেক পরীক্ষার আবেদন করতে ক্যাম্পাসে আসেন। বিষয়টি জানতে পেরে ছাত্রদলের নেতাকর্মীরা বিভাগে গিয়ে তাকে আটক করেন। এ সময় উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে সাজিদকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নেওয়া হয় এবং সেখান থেকে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরাবরই স্বৈরাচার ও তাদের দোসরদের বিরুদ্ধে সোচ্চার থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। সাজিদ পরিকল্পিতভাবে ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন। আমরা তাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দিয়েছি। আশা করছি, প্রশাসন আইন অনুযায়ী পদক্ষেপ নেবে।’

গত বুধবার ‘সাজিদ ইসলাম’ নামের একটি ফেসবুক আইডি থেকে একটি উসকানিমূলক পোস্ট দেওয়া হয় বলেও আভিযোগ হিমেলের।

তবে অভিযোগ অস্বীকার করেছেন শরিফুল ইসলাম সাজিদ। তিনি বলেন, ‘ফেসবুক পোস্টটি আমি করিনি, আইডিটিও আমার নয়। আগামীকাল আমার বিয়ে, তাই আগামী সপ্তাহে আসতে পারব না বলে আজ রিটেক পরীক্ষার আবেদন করতে এসেছিলাম। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আসিনি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘ছাত্রদলের নেতারা দাবি করেছেন যে সাজিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা তাকে পুলিশের কাছে হস্তান্তরের দাবি জানান। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে।’

কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, ‘তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।’ তবে তার বিরুদ্ধে মামলা রয়েছে কি না জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে