সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ১২:১৭:৪৭

ঝড় ও ভারী বর্ষণের শঙ্কা যে ৭ জেলায়

ঝড় ও ভারী বর্ষণের শঙ্কা যে ৭ জেলায়

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের সাতটি জেলায় ঝড়ো হাওয়ার পাশাপাশি ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। সোমবার (৭ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি।

এ ধরনের আবহাওয়ার কারণে উল্লিখিত জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এই সংকেত সাধারণত হালকা থেকে মাঝারি ঝড়ো অবস্থার ইঙ্গিত দেয়, যা নৌযান চলাচলে ঝুঁকি তৈরি করতে পারে।

এদিকে আবহাওয়া অধিদফতরের আরেকটি বিজ্ঞপ্তিতে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস বলছে, এই বৃষ্টিপাতের প্রবণতা সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে, যা নদীপথে চলাচলকারী নৌযান, জনজীবন এবং কৃষিকাজেও প্রভাব ফেলতে পারে।

এছাড়া সতর্কতার অংশ হিসেবে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে