মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ০৯:৪৩:৩১

ছেলেটা আমার সংসারের মধ্যে একটা প্রদীপ ছিল: শহীদ আবু সাঈদের পিতা

ছেলেটা আমার সংসারের মধ্যে একটা প্রদীপ ছিল: শহীদ আবু সাঈদের পিতা

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর শাহবাগে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর ওপর নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ এর প্রিমিয়ার অনুষ্ঠানে শহীদদের পরিবারের আবেগঘন স্মৃতিচারণে ভারী হয়ে ওঠে পরিবেশ। সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই আয়োজনে শহীদ আবু সাঈদের পিতা মোহাম্মদ মকবুল হোসাইন বলেন, আমার ছেলেটা আমার সংসারের মধ্যে একটা প্রদীপ ছিল। 

অনার্স পরীক্ষা পাস করল, রেজিস্ট্রেশন পরীক্ষায় টিকল, পরে লিখিত পরীক্ষাও দিয়ে পাস করল। এমন ছেলেটার প্রতি আমার আশা ছিল, একটা চাকরি হয়তো জুটে যাবে, হয়তো আমি দেখে যাব, তারপর মরে যাব। কিন্তু সেই আশাটা আর ফুটে উঠল না। ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল।

শহীদ তাহের জামান প্রিয়র মা শামসিয়ারা জামানও স্মৃতিচারণে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, সেদিন যে দৃশ্যটা আমি দেখেছি, আমার সন্তানকে এক শটে গুলি করে দেওয়া হয়, তার মাথা থেকে রক্ত ঝরতে থাকে।

৩৫ থেকে ৪০ জন এপিবিএন সদস্য আমার ছেলেকে টেনে হিঁচড়ে নিয়ে আসে। যখন নিয়ে এসেছিল, তখন তাদের ওপর গুলি চালানো হয়। পরে আমার ছেলেকে গাড়ির মধ্যে দুজন দুপাশে ধরে ধাক্কাতে ধাক্কাতে ফেলে দেয়। সেদিন আমি থাকতে পারিনি।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, এই অভ্যুত্থানের সময় শহীদদের যে ত্যাগ ও বিসর্জন, তা জাতির পাথেয় হয়ে থাকবে। তাঁরা দৃঢ় কণ্ঠে জানান, কোনো অবস্থাতেই দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে দেওয়া হবে না।

এই আয়োজনের মাধ্যমে আবারও স্মরণ করা হলো শ্রাবণের সেই রক্তাক্ত বিদ্রোহ, যা আজও গণতন্ত্রের জন্য লড়াইয়ের অনুপ্রেরণা হয়ে আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে