এমটিনিউজ২৪ ডেস্ক : বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতির কারণে মালয়েশিয়া পুনরায় কর্মী পাঠানো শুরু করতে দেরি হচ্ছে, বলেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (২ জুলাই) রাজধানীতে এক সেমিনারে তিনি একথা বলেন।
আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে স্বচ্ছতা আনতে বিদ্যামান চুক্তি সংশোধনের চেষ্টা করা হচ্ছে। কারণ আগের চুক্তির মাধ্যমেই শ্রমবাজারটিতে দুর্নীতি হয়েছিলো।
উপদেষ্টা জানান, আগামী পাঁচ বছরে জাপানে অন্তত ১ লাখ বাংলাদেশি কর্মী কাজ যাওয়ার সুযোগ রয়েছে। এজন্য দেশটিতে কর্মী পাঠাতে আলাদা সেল করা হয়েছে।
তিনি আরও বলেন, বারবার চুক্তি করার পরও আমলাতান্ত্রিক জটিলতা, সমন্বয়হীনতা ও দক্ষ কর্মী তৈরি করতে না পারার কারণে জাপানে প্রত্যাশা অনুযায়ী কর্মী পাঠানো যাচ্ছে না বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।