সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কোরবান আলী (৪২) কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের সড়াতৈল গ্রামের আবদুজ আজিজের ছেলে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাপপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। রাত পৌনে ১১টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (১ মার্চ) সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
০১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস