এমটিনিউজ২৪ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে থাকা ছাত্রদের হাতে গড়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতীক হিসেবে জাতীয় ফুল শাপলা চেয়েছিল। তবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে শাপলাকে প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হবে না। এমন সিদ্ধান্তে চটেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুধু তাই নয়, বলেছেন— শাপলা প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না।
বুধবার (০৯ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে একথা লিখেছেন তিনি।
শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ দাবি করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না।