নিউজ ডেস্ক : সুপ্রিমকোর্টের আইনজীবীদের সংগঠন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ও ২৪ মার্চ। এ দুই সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে ৫০২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
রবিবার সুপ্রিমকোর্ট বারের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, এবারের নির্বাচন আগামী ২৩ ও ২৪ মার্চ অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট হারুনুর রশিদ।
এ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত আইনজীবীরা অংশ নেন। বিশেষ করে বিএনপি সমর্থিত আইনজীবীরা নীল প্যানেল ও আওয়ামী সমর্থিত আইনজীবীরা সাদা প্যানেলে অংশ নেয় ।
এছাড়া অন্যান্য দল সমর্থিত আইনজীবীরা এ নির্বাচনে অংশ নিয়ে থাকেন।
০১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস