নিউজ ডেস্ক : ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গেল বছর আন্দোলনে দলের যেসব নেতাকর্মীর নানাভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তারা দেখা করবেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শায়রূল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন নামে একটি সংগঠন এ সাক্ষাতের আয়োজন করেছে বলে জানান তিনি।
০১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস