শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ০৭:৩৭:৫৯

শাহজালালে ফ্লাইট ছাড়ার আগে অজ্ঞাত কলে বলল—বিমানে বোমা!

শাহজালালে ফ্লাইট ছাড়ার আগে অজ্ঞাত কলে বলল—বিমানে বোমা!

এমটিনিউজ২৪ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা আছে—অজ্ঞাত ফোনকল থেকে আসা এমন তথ্যের পর বিমানটি তল্লাশি করা হয়। তবে বিমানে কিছুই পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এদিকে বোমা থাকার খবর ছড়িয়ে পড়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আজ শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল।

তবে ফ্লাইট ছাড়ার আগে অজ্ঞাতনামা একটি সূত্র থেকে বোমা থাকার হুমকি আসে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বলেন, ‘অজ্ঞাত নম্বর থেকে বোমা থাকার তথ্য আসে।

সে সময় ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। পরে তল্লাশি করে বিমানে ক্ষতিকারক কিছু পাওয়া যায়নি। তল্লাশি টিমের ক্লিয়ারেন্স পাওয়ার পর বিমানটি আবারও নেপালের উদ্দেশে ছেড়ে যাবে।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম জানিয়েছেন, যাত্রীরা সবাই নিরাপদে আছেন। তল্লাশি চলমান।

এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের নিরাপত্তা ইউনিট, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও অন্যান্য সংস্থাও কাজ করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে