রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ১০:১৫:১৬

এবার ২ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ! সুদের হার ও খরচ কতটুকু?

এবার ২ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ! সুদের হার ও খরচ কতটুকু?

এমটিনিউজ২৪ ডেস্ক : জীবনের বড় একটি স্বপ্ন হলো নিজের একটি বাড়ি। শহরের ব্যস্ততা আর অনিশ্চয়তার মাঝেও যদি নিজের একটি শান্তির ঠিকানা থাকে, সেটাই মানুষের সবচেয়ে বড় অর্জন। এই স্বপ্ন বাস্তবায়নে আপনার পাশে আছে ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ব্যাংক বর্তমানে দিচ্ছে আকর্ষণীয় হোম লোন সুবিধা, যার মাধ্যমে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। এই ঋণের মাধ্যমে আপনি বাড়ি কিনতে পারেন, নতুন বাড়ি নির্মাণ করতে পারেন কিংবা পুরাতন বাড়ি সংস্কার করতেও ব্যবহার করতে পারেন। এমনকি অন্য ব্যাংকের হোম লোন ব্র্যাক ব্যাংকে স্থানান্তর করে নিতে পারবেন আরও ভালো শর্তে।

সুদের হার ও খরচ কতটুকু?
এই হোম লোনের সুদের হার নির্ধারিত হবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা ও ব্র্যাক ব্যাংকের বর্তমান হারের ভিত্তিতে।

প্রক্রিয়াকরণ ফি-ও বেশ যুক্তিসঙ্গত:

৫০ লাখ টাকার নিচে ঋণের ক্ষেত্রে: ০.৫০% বা সর্বোচ্চ ১৫,০০০ টাকা
৫০ লাখ টাকার বেশি হলে: ০.৩০% বা সর্বোচ্চ ২০,০০০ টাকা
অন্য চার্জগুলো ব্র্যাক ব্যাংকের নির্ধারিত চার্জ শিডিউল অনুযায়ী প্রযোজ্য হবে।

কী কী কাগজপত্র লাগবে?
আবেদন করতে হলে প্রয়োজন হবে কিছু মৌলিক ও আয়-সম্পর্কিত কাগজপত্র, যেমন:

জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
ছবি ও ইউটিলিটি বিল
আয়কর রিটার্ন/সনদ ও ব্যাংক স্টেটমেন্ট
চাকরিজীবীদের জন্য বেতন সংক্রান্ত কাগজ
ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স ও ব্যবসায়িক ব্যাংক স্টেটমেন্ট
পেশাজীবীদের জন্য প্রয়োজন পেশাগত সদস্যপদ ও আয় ঘোষণা
জমি বা ফ্ল্যাট সংক্রান্ত যেকোনো ঋণের ক্ষেত্রে জমির মালিকানার দলিল, খতিয়ান, ডিসিআর, রাজউকের অনুমোদিত নকশা, খাজনার রশিদসহ সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে হবে।

এছাড়া জমি যদি লিজের হয়, তাহলে প্রয়োজন হবে বরাদ্দপত্র, লিজ দলিল ও হস্তান্তর অনুমতিপত্র।

যাদের জন্য উপযোগী এই ঋণ:
যারা প্রথমবার নিজের বাড়ি কিনতে চান
যারা পুরনো বাড়ি সংস্কার করতে চান
যাদের অন্য ব্যাংকে চলমান হোম লোন আছে এবং আরও ভালো সুবিধায় স্থানান্তর করতে চান

নিজের একটি বাড়ি মানেই শুধু একটি চার দেয়ালের ঘর নয় – এটি নির্ভরতা, নিরাপত্তা এবং পরিবারের জন্য একটি স্থায়ী আশ্রয়। ব্র্যাক ব্যাংক এই স্বপ্নের সঙ্গী হতে প্রস্তুত। সহজ প্রক্রিয়া, গ্রহণযোগ্য শর্ত এবং বন্ধুসুলভ সেবার মাধ্যমে আপনি নিশ্চিন্তে এগিয়ে যেতে পারেন আপনার স্বপ্নের বাড়ির পথে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে