রংপুর : একশ কোটি টাকার মানহানি মামলায় হাজিরা দিয়ে জামিন পেয়েছেন ডেইলি ষ্টার সম্পাদক মাহফুজ আনাম। এর আগে মঙ্গলবার রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে হাজিরা হন তিনি। এসময় মাহফুজ আনামের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী মোয়েজ্জেম হোসেন।
রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হন স্টার সম্পাদক। প্রায় দশ মিনিট শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় বিচারক শফিউল আলম জামিন মঞ্জুর করেন বলে এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মালেক জানান।
তিনি বলেন, আগামী ২৬ মে হাজিরার পরবর্তী দিন রেখে মামলাটি মুখ্য বিচারিক হাকিমের আদালতে স্থানান্তর করেছেন বিচারক।
গত ১৫ ফেব্রুয়ারি রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মানহানির এই মামলাটি দায়ের করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল মওলা।
দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় করা এ মামলায় একশ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয় স্টার সম্পাদকের কাছে। ওইদিন মামলাটি আমলে নিয়ে বিচারক শফিউল ইসলাম ১ মার্চ বিবাদীকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় মাহফুজ আনাম মঙ্গলবার হাজিরা দিলেন।
০১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস