মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ০১:৪৭:৫৯

এবার বাংলাদেশকে যে বড় সুখবর দিল সৌদি

এবার বাংলাদেশকে যে বড় সুখবর দিল সৌদি

এমটিনিউজ২৪ ডেস্ক : সৌদি আরব বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার বিকেলে বাংলাদেশে নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

এ সময় তৌহিদ হোসেন দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন।

এ ছাড়া সৌদির নতুন রাষ্ট্রদূত পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে