বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ০৫:৪৩:০৩

আওয়ামী লীগ অপেক্ষা করতেছে রাত নামার: রাফি

আওয়ামী লীগ অপেক্ষা করতেছে রাত নামার: রাফি

এমটিনিউজ২৪ ডেস্ক : গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, আপাতত আর্মির উচিত হেলিকপ্টার দিয়ে নেতাদের উদ্ধার করা। এইটা ফার্স্ট প্রায়োরিটি। এখানে আবেগ দেখালে চলবে না।

বুধবার (১৬ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এই আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে রাফি লেখেন, ‘ওদের হাতে প্রচুর অস্ত্র আছে। আর ওরা নাহিদ হাসনাতরা যেখানে আছে, ওখানে আগুন দেওয়ার চেষ্টা করতেছে। গোপালগঞ্জ থেকে বের হওয়ার সমস্ত রাস্তা ব্লক। আওয়ামী লীগ অপেক্ষা করতেছে রাত নামার।’

তিনি আরও লিখেছেন, ‘রাতের আগেই নেতাদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করেন। তারপর রাতটা প্রিপারেশন নিয়ে কাল কয়েক লাখ নিয়ে গোপালগঞ্জ ঢুকে মাটির সাথে মিশিয়ে দেওয়া যাবে। আপাতত নাহিদ, হাসনাতদের জীবন বাঁচানো জরুরি।’

এদিকে এনসিপির সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। এরই মধ্যে জেলা সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন নাহিদ, হাসনাত, সারজিসসহ এনসিপির নেতারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে