বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ০৪:৫৪:৪১

গোপালগঞ্জ মানেই সারা বাংলাদেশ নয়: মোস্তফা ফিরোজ

গোপালগঞ্জ মানেই সারা বাংলাদেশ নয়: মোস্তফা ফিরোজ

এমটিনিউজ২৪ ডেস্ক : গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ। তিনি বলেন, “গোপালগঞ্জ মানেই পুরো বাংলাদেশ না। ৫ আগস্ট কিংবা জুলাই মাসে সারাদেশে যে আন্দোলন হয়েছে, তা গোপালগঞ্জে হয়নি। গোপালগঞ্জ ছিল একপ্রকার বিচ্ছিন্ন।”

তিনি উদাহরণ দিয়ে বলেন, “এরশাদ পতনের সময় সারাদেশে পরিবর্তন এলেও রংপুরে জাতীয় পার্টি ৩৫টি আসনে জয়ী হয়েছিল, সেই দাগ এখনও কাটেনি। একই পরিস্থিতি ছিল বগুড়াতেও।”

নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের সময় শুধু পুলিশ থাকে না। পরিকল্পিতভাবে সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য সংস্থাগুলো একসাথে কাজ করে। গোপালগঞ্জে শুরুতে সেই পরিমাণ ফোর্স ছিল না, পরে ধীরে ধীরে বাড়ানো হয়েছে।”

তিনি বলেন, “গোপালগঞ্জে ধারাবাহিকভাবে কয়েকটি সহিংস ঘটনা ঘটেছে এবং তা একতরফা ছিল। শুধু এইভাবে বলা যাবে না যে বিএনপি হামলা চালিয়েছে আওয়ামী লীগের ওপর। এমনকি রাস্তা অবরোধ, সেনাবাহিনী সরাতে গেলে সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। ঢাকায় পর্যন্ত এমন ঘটনা ঘটেনি, অথচ সেখানে সেনাবাহিনীর গাড়িতে হাত দিয়েছে।”

সবশেষে মোস্তফা ফিরোজ বলেন, “ওই অঞ্চলটিকে আলাদাভাবে বিশ্লেষণ করা দরকার ছিল। সেটি করা হয়নি—এটাই দুর্বলতা। যদি কন্ট্রোল করা যেত, তাহলে পরিস্থিতি আরও ভালোভাবে মোকাবিলা করা যেত।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে