শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ০২:১০:১১

ব্রেকিং নিউজ: নারায়ণগঞ্জে এনসিপির তোরণে আগুন

ব্রেকিং নিউজ: নারায়ণগঞ্জে এনসিপির তোরণে আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় নেতাদের নারায়ণগঞ্জে আগমনকে ঘিরে নির্মিত একটি তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাতে শহরের কলেজরোড এলাকায় এ ঘটনা ঘটে। এতে নানা মহলে শঙ্কা তৈরি হয়েছে।

এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার রাত ৩টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন লোক এসে এ ঘটনা ঘটিয়েছে। এতে একটি তোরণ পুড়ে গেছে। পরে নাইটগার্ড এসে বাধা দিলে তারা পালিয়ে যায়।

জাতীয় নাগরিক পার্টির সদস্য আব্দুর রহমান গাফ্ফারী বলেন, মধ্যরাতে নিষিদ্ধ সংগঠনের লোকজন আগুন দিয়েছে। তারা বিশৃঙ্খলা তৈরি করতে চায়। আজ দুপুরে এনসিপির কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জে আসবেন।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের একটি তোরণ পুড়িয়ে দিয়েছে। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, গভীর রাতে কলেজরোড এলাকায় কে বা কারা একটি তোরণ পুড়িয়ে দিয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া যেসব রুটে এনসিপির নেতারা যাতায়াত করবেন, সেসব রুটে যথেষ্ট পরিমাণ নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা নেই।

জানা গেছে, দুপুরের পরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করবে জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে গঠিত এ রাজনৈতিক দল সারাদেশে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জেও এ আয়োজন করেছে।

এ পদযাত্রায় দলটির কেন্দ্রীয় আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা, সামান্থা শারমিনদের উপস্থিত থাকার কথা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে