শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ০৮:০৭:১০

আওয়ামী লীগ তওবার সুযোগও হারিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

আওয়ামী লীগ তওবার সুযোগও হারিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

এমটিনিউজ২৪ ডেস্ক : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার পর আওয়ামী লীগ তওবা করারও সুযোগ হারিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জে পথসভায় বক্তৃতা করেন তিনি।

হাসনাত বলেন, ‘আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যুর পরোয়ানা নিয়ে আসে। আমাদের জীবনের পরোয়ানা জনগণের কাছে বর্গা দেয়া।’

তিনি বলেন, বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে আমাদের নেতাকর্মীদের ওপর হামলার পর আওয়ামী লীগ তওবা করারও সুযোগ হারিয়েছে।
 
দেশবাসীকে উদ্দেশ্য করে এনসিপির এ মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) বলেন, ‘বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগের লড়াই আমরা শুরু করেছি, আপনাদের শেষ করতে হবে।’

তিনি বলেন, ‘উইদাউট আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতিতে পুনর্গঠন সম্ভব নয়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে