মঙ্গলবার, ০১ মার্চ, ২০১৬, ০৬:১৩:২২

‘ভাড়াটিয়াদের তথ্য না নিতে আইনি নোটিস’

‘ভাড়াটিয়াদের তথ্য না নিতে আইনি নোটিস’

ঢাকা : ঢাকার বাড়িওয়ালাদের কাছ থেকে ভাড়াটিয়া-সংক্রান্ত তথ্য পুলিশ যেন না নেয়, সে জন্য আইনি নোটিস পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ডাকযোগে এ নোটিস পাঠিয়েছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

নোটিসে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনারকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে জবাব দিতে বলা হয়েছে।  অন্যথায় এ বিষয়ে উচ্চ আদালতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আইন মেনে চলা একজন নাগরিক হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনগত সহায়তা করতে ইচ্ছুক।  কিন্তু যে সহায়তা তারা চাচ্ছেন তা তাদের আইনগত এখতিয়ারে পড়ে না। ব্যক্তিগত তথ্য চাওয়ার মতো কোনো আইনি সুযোগ পুলিশের নেই।

তিনি বলেন, এভাবে ব্যক্তিগত তথ্য গ্রহণ করতে পারে না পুলিশ।  এসব তথ্য সংগ্রহ করে সংরক্ষণের কোনো বিধান বাংলাদেশে নেই।  পুলিশ এসব তথ্যের অপব্যবহার করতে পারে।  এ আশঙ্কায় আমি আইনি পদক্ষেপ নিয়েছি।

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ব্যাংক অ্যাকাউন্ট, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট তৈরির সময় কিছু তথ্য দিতে হয়।  সেখানে ব্যক্তিগত গোপনীয়তার সুযোগ রয়েছে।  কিন্তু পুলিশ নাগরিকদের ব্যক্তিগত তথ্য নেয়ার কোনো আইন নেই।

সম্প্রতি ঢাকার বিভিন্ন বাড়িতে জঙ্গি ও সন্ত্রাসীদের আস্তানা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়ার পর গতবছর বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কাজ শুরু করে মহানগর পুলিশ।

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, কোনো আদালত চাইলে তথ্য দিতে হয়।  যেহেতু দেশে তথ্য সংরক্ষণের আইন নেই, ফলে এসব তথ্যের অপব্যবহারের আশঙ্কা রয়েছে।  পুলিশ এসব তথ্যের অপব্যবহার করতে পারে বলে মনে করছেন এই আইনজীবী।
১ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে