এমটিনিউজ২৪ ডেস্ক : এবার স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এক ফোন আলাপে বলেছেন, বর্তমানে দেশে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই। এটি এখন একটি মাফিয়া চক্রে পরিণত হয়েছে, যেটি গত ১৫–১৬ বছর ধরে লুটপাট, হত্যা, গুম ও নির্যাতনের রাজত্ব কায়েম করেছিল। তবে তিনি দাবি করেন, “বাংলাদেশ এখন সেই অন্ধকার থেকে মুক্ত হয়েছে।”
সোহেল তাজ জানান, তার পিতা তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের জন্য তিনি ও তার সংগঠন “সেন্টার ফর তাজউদ্দীন আহমেদ রিসার্চ অ্যান্ড এনালাইসিস” থেকে দেশের প্রধান উপদেষ্টার কাছে দাওয়াত*পৌঁছে দেন। তিনি বলেন,
“আমরা প্রধান উপদেষ্টাকে ২৬ জুলাইয়ের প্রোগ্রামে আমন্ত্রণ জানাতে গিয়েছিলাম। তিনি তাতে সম্মতি দিয়েছেন এবং ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হবেন।” সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎ ছিল *সৌজন্যমূলক*। রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। তবে তিনি জানান,
“আমার বড় বোনের লেখা ‘নেতা ও পিতা’ বইটি প্রধান উপদেষ্টাকে উপহার হিসেবে দিয়েছি। আলোচনা ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ।” সোহেল তাজ আরও বলেন, “তাজউদ্দীন আহমদ ছিলেন সার্বজনীন নেতা। তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশের জন্য। মুক্তিযুদ্ধ কারো দলীয় সম্পত্তি নয়, কারো পারিবারিক সম্পত্তিও নয়। এটি সকল মানুষের সম্পদ, তাই মুক্তিযুদ্ধের চেতনা সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত।”
তিনি স্পষ্ট করে বলেন, “বর্তমান আওয়ামী লীগ আওয়ামী লীগ নয়। আমরা যে আওয়ামী লীগ দেখেছি, যেটি ২৩ বছর ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে, তা আজ আর নেই। এটি একটি পরিবারকেন্দ্রিক স্বার্থান্বেষী গোষ্ঠীর দ্বারা দখলকৃত এবং একটি মাফিয়া চক্রে রূপান্তরিত হয়েছে।”