সোমবার, ২১ জুলাই, ২০২৫, ০২:২৬:১৩

জামায়াত আমিরের মঞ্চে পড়ে যাওয়া নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য

জামায়াত আমিরের মঞ্চে পড়ে যাওয়া নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থবোধ করে দুইবার মঞ্চে পড়ে যান দলটির আমির ডা. শফিকুর রহমান।বাংলাদেশী রেস্টুরেন্ট

রবিবার সন্ধ্যার দিকে নিজের ভেরিফায়েড পেজের এক পোস্টে লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য লিখেছেন, ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। তার সুস্থ হয়ে উঠায় আলহামদুলিল্লাহ বলেছেন তিনি।

পিনাকী লেখেন, ডা. শফিক ভাইয়ের (শফিকুর রহমান) শরীরের খোঁজ নিলাম। শফিক ভাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। উনার ডিহাইড্রেশন হয়েছিল। প্রচুর ঘেমেছিলেন এর মধ্যে পানি খান নাই। এমআরআই করা হয়েছে। কোনো সমস্যা নাই। আজকে হলটার মনিটরিং হচ্ছে, ২৪ ঘণ্টা চলবে। মানে উনার হৃদস্পন্দনে কোনো সমস্যা আছে কিনা দেখবে ডাক্তার সাহেবেরা। আশা করি এটাও ভালো থাকবে। তবে উনাকে একটু বিশ্রাম নিতে হবে। সারা দেশবাসী উনার আশু নিরাময়ের জন্য দোয়া করছে।

গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থবোধ করে দুইবার মঞ্চে লুটিয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরে তিনি অসুস্থ অবস্থায় বসে বসে সমাবেশের সমাপনী বক্তব্য শেষ করলে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হয়। হাসপাতালে ডাক্তাররা তার বিস্তারিত চেকআপ শেষ করে রিলিজ দিয়ে বাসায় বিশ্রামে পাঠান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে