সোমবার, ২১ জুলাই, ২০২৫, ০৫:২১:০০

বিমান বিধ্বস্ত : আহতদের জন্য রক্ত দেওয়ার অনুরোধ

বিমান বিধ্বস্ত : আহতদের জন্য রক্ত দেওয়ার অনুরোধ

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে ইতিমধ্যে ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৫০ জনের বেশি। অন্তত ৩০ জন আহত হয়ে ভর্তি হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। 

দুর্ঘটনাকবলিত উত্তরার মাইলস্টোন কলেজে এ ঘটনার পর কয়েক হাজার মানুষ জড়ো হয়েছে। সেখান থেকে আহত ব্যক্তিদের জন্য রক্ত দেওয়ার অনুরোধ করা হচ্ছে মাইকে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইলস্টোন কলেজের সামনে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছে। কলেজের বিধ্বস্ত ভবন থেকে একের পর এক অ্যাম্বুল্যান্স বের হচ্ছে। এখন সেখান থেকে আহতদের জন্য রক্ত দেওয়ার অনুরোধ করা হচ্ছে।

তারা জানান, আহত হয়ে অনেকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় বার্ন ইনস্টিটিউট, উত্তরা আধুনিক হাসপাতাল, লুবানা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের জন্য রক্ত দেওয়ার অনুরোধ করা হয়েছে।

বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের চাহিদা বেশি বলে ঘোষণায় জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে