এমটিনিউজ২৪ ডেস্ক : উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থীদের রক্ত দিতে ছুটে আসছেন শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কেউ কেউ হ্যান্ডমাইকে করে বিভিন্ন রক্তের গ্রুপের নাম উচ্চারণ করে ডাকাডাকি করছেন। কেউ কেউ আবার রক্তদাতাকে দ্রুত নিয়ে যাচ্ছেন মেডিকেলের ব্লাড ব্যাংকে।
সোমবার (২১ জুলাই) বিকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এমন চিত্র দেখা যায়। কেউ হেঁটে, কেউবা রিকশায় করে ছুটে আসছেন বার্ন ইনস্টিটিউটে।
জানা গেছে, নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন দেখা দিয়েছে বেশি। তবে মানুষেরও সেরকম সাড়া পড়ায় আশার সঞ্চার তৈরি করেছে বলে মনে করছেন বার্ন ইনস্টিটিউটে আসা অনেকেই।