সোমবার, ২১ জুলাই, ২০২৫, ০৮:০২:৫২

অবস্থা ভাল নয় ২০ শিক্ষার্থীকে উদ্ধার করা সেই শিক্ষিকা মেহেরীনের

অবস্থা ভাল নয় ২০ শিক্ষার্থীকে উদ্ধার করা সেই শিক্ষিকা মেহেরীনের

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষিকা মেহেরীন চৌধুরীর দ্রুত সিদ্ধান্তে প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে অন্তত ২০ জন শিক্ষার্থী।

যদিও শিক্ষার্থীদের উদ্ধারের পর নিজেই ঠিকঠাক বের হতে পারেননি তিনি; পুড়ে গেছে তার শরীরের একটি অংশ। ৪৬ বছর বয়সী মেহেরীন এখন জাতীয় বার্ন ইউনিটের চিকিৎসাধীন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার মুহূর্তে দ্রুত শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে আনেন সেই শিক্ষিকা।

পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ছাত্র-ছাত্রীদের বের করে দিয়ে নিজেই যথাসময়ে বের হতে পারেননি। উদ্ধার অভিযানে থাকা এক সদস্যও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া মাইলস্টোন ছাত্রী মেহেরিনের (১২) বাবা সুমন বলেন, ‘ম্যাডাম অনেক ভালো।

সেনাবাহিনী আমাদের বলেছে, শিক্ষিকার জন্য অন্তত ২০ জন শিক্ষার্থী বেঁচে গেছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে