মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ১২:২৪:১০

একজন বাবা হিসেবে এই যন্ত্রণা আমি অনুভব করছি: সাকিব

একজন বাবা হিসেবে এই যন্ত্রণা আমি অনুভব করছি: সাকিব

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও দুর্ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৭০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়েছে। 

মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পুরো দেশে। এমনকি মন কাঁদছে ক্রীড়াঙ্গনের তারকাদেরও। ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানিয়ে তাই সামাজিক মাধ্যমে শোকবার্তা দিয়েছেন তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজসহ আরও অনেক ক্রিকেটার। সেই তালিকায় সবশেষ সংযোজন সাকিব আল হাসান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সাকিব লিখেছেন, 'আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।'

তিনি আরও লিখেছেন, 'একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে। আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।'

উল্লেখ্য যে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মাঠের পাশে একটি ভবনে বিধ্বস্ত হয়। বিকট শব্দ ও আগুনের গোলা ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ের চলমান শ্রেণি কার্যক্রমে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে