মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ০৩:২০:১৫

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত: তথ্য উপদেষ্টা

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত: তথ্য উপদেষ্টা

এমটিনিউজ২৪ ডেস্ক : অবশেষে মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সোমবার মধ্যরাতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, সোমবার (২১ জুলাই) ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলটসহ এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন এবং ১৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনায় শোকাহত হয় সারাদেশ। পরীক্ষার্থীরাও ভুগছেন মানসিক ট্রমায়। এমন অবস্থার মধ্যেই মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ওঠে। সোমবার মধ্যরাত পর্যন্ত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত না নেওয়ায় ক্ষোভে ফুঁসে ওঠেন শিক্ষার্থী-অভিভাবকরা।

ফলশ্রুতিতে, নটর ডেম কলেজ, ঢাকা সিটি কলেজ, বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজসহ ঢাকার ১০টি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। পরীক্ষা স্থগিত না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেয় বিভিন্ন ছাত্র সংগঠনও। এরমধ্যেই সরকারের পক্ষ থেকে এই ঘোষণা এলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে