মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ০২:১৬:২১

শোক প্রকাশ করে হতাহতদের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ খালেদা জিয়ার

শোক প্রকাশ করে হতাহতদের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ খালেদা জিয়ার

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন শোকার্ত পরিবারগুলোকে এই কঠিন সময় সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন।

বেগম জিয়া দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আগুনে দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

তিনি দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের জন্য রক্ত দানে এগিয়ে আসার নির্দেশ দেন।

উল্লেখ্য, প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫টিই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নিহতদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষিকাও রয়েছেন। দুর্ঘটনায় আহত ৭৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

বার্ন ইনস্টিটিউটে ভর্তি দুইজন রোগী ভেন্টিলেশনে আছেন বলে জানান ডা. সায়েদুর রহমান। তিনি আরও বলেন, আহতদের চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে