এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে দীর্ঘ ৬ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ প্রহরায় পেছনের গেট দিয়ে কলেজ ছাড়লেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা। তাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও।
এর আগে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রায় ৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা। তাদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও।
আজ মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে তিনটার কিছু আগে কলেজ থেকে বের হন তারা। এ সময় কলেজের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদেরও দেখা যায়নি। পরে তাদের গাড়ি দিয়াবাড়ি মোড়ে গেলে বিকেল পৌনে চারটার দিকে বাধা দেয় শিক্ষার্থীরা।
সেখান থেকে তাদের গাড়ি ঘুরিয়ে আবার কলেজ ক্যাম্পাসে নেওয়া হয়েছে। ফের দুই উপদেষ্টা ও প্রেস সচিব কলেজের ভেতরে একটি ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে গোপনে পুলিশ প্রহরায় তারা কলেজ প্রাঙ্গণ ত্যাগ করেন।
আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে বিপুলসংখ্যক পুলিশের সহায়তায় গোপনে কলেজ প্রাঙ্গণ ছাড়েন উপদেষ্টারা। এর আগে কলেজ থেকে বের হয়ে আরেক দফায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তারা। মেট্রোরেল ডিপোর পাশে হাজারের অধিক শিক্ষার্থী উপদেষ্টাদের গাড়ি ঘিরে স্লোগান দেন। তাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ প্রেস টিমের সদস্যরাও। এরপর তারা আবার কলেজের ভেতরে ঢুকে যান।