মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ১০:৪৫:৪৫

এখনও খোঁজ মেলেনি তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ওহির মায়ের

এখনও খোঁজ মেলেনি তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ওহির মায়ের

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী গাজীপুরের কালিয়াকৈরের মেদিয়াশুলাই গ্রামের আফসান ওহির মা আফসানা প্রিয়া নিখোঁজ রয়েছেন। ছেলেকে পাওয়া গেলেও মাকে এখনো পাওয়া যায়নি। নিখোঁজ আফসানা কালিয়াকৈরের মেদিয়াশুলাই গ্রামের ওহাব মৃধার স্ত্রী।

ঘটনার পর থেকে স্বজনরা বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজি করেও ওহির মায়ের সন্ধান মেলেনি।

মঙ্গলবার গ্রামের বাড়িতে গিয়ে দেখায় যায় ঘরে তালা ঝুলছে। আফসানার খোঁজে সবাই ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছে।
 
পরিবারিক সূত্র জানায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণিতে পড়ত আফসান ওহি। তার মা আফসানা প্রিয়া প্রতিদিনই ছেলেকে স্কুলে আনানেওয়া করতেন।

প্রতিদিনের মতো সোমবারও আফসানা প্রিয়া তার সন্তান আফসান ওহিকে স্কুলে নিয়ে গিয়ে শ্রেণিকক্ষে দিয়ে নিজে অভিভাবক কক্ষে বসে ছিলেন। একপর্যায়ে ছেলে আফসান ওহি ক্লাসরুম থেকে বের হলে মা আফসানা প্রিয়া ছেলের ব্যাগ আনতে ভেতরে যাওয়ামাত্রই হঠাৎ স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত হয়। এ সময় সন্তান আফসান ওহিকে পাওয়া গেলেও তার মা এখনো নিখোঁজ রয়েছেন। 

 ওহাব মৃর্ধার ভাই দুলাল মৃর্ধা বলেন, ‘আমরা আফসানা প্রিয়ার খোঁজ আজ মঙ্গলবারও পাইনি। তাকে খুঁজতে বিভিন্ন হাসপাতালে লোক পাঠানো হয়েছে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে