এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে জান্নাতুল বেগম (১৪) নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চাঁদউদ্যান এলাকার ভাড়া বাসা থেকে স্কুলে যাওযার জন্য বেরিয়ে সে নিখোঁজ হয়। এ ঘটনায় মোহাম্মদপুরের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ জান্নাতুল বেগম ওই এলাকার মো. আকবার ও কুলসুম বেগম দম্পতির মেয়ে। সে নারিন্দা আইডিয়াল স্কুলের শিক্ষার্থী।
শিক্ষার্থীর বাবা মো. আকবার বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাসা থেকে স্কুলে যাওযার জন্য বের হয় জান্নাতুল। পরবর্তীতে স্কুল ছুটি হওয়ার পর সে বাসায় ফেরেনি। এরপর থেকে সে নিখোঁজ।
আত্মীয়স্বজনের বাসাবাড়িসহ বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার সময় তার পরোনে মেরুন রঙের বোরকা ছিল।
নিখোঁজ স্কুল শিক্ষার্থীর সন্ধান পেলে ০১৮৫৫-১২২২২২ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভুঞা বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে পুলিশ কাজ করছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।