শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ০৯:৩৩:০০

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার

 নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন আরিয়ান সৈকত (২১), মো. ওমর (২০) ও ইয়ামিন হোসেন তরুন (২০)।

শ্যামপুর থানা সূত্রে জানা যায়, শুকবার সকাল ৬টার দিকে জুরাইন খন্দকার রোডের মাশাআল্লাহ হোটেলের সামনে ৫-৬ জন সদস্য সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর থানার রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটি টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে