এমটিনিউজ২৪ ডেস্ক : মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরের ১ ও ২ নং টার্মিনালে ১৯৮ জন বিদেশি নাগরিককে প্রবেশে বাধা দিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ১২৩ জন বাংলাদেশি। এর পেছনে অপর্যাপ্ত তহবিল, আবাসন বুকিংয়ের অভাব ও ভ্রমণের উদ্দেশ্য অস্পষ্টতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার দেশটির গণমাধ্যম মালয় মেইল ওই তথ্য জানিয়েছে। মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ সুহেইল বলেছেন, যাদের প্রবেশ প্রত্যাখ্যান করা হয়েছে তাদের নট টু ল্যান্ড (এনটিএল) পদ্ধতিতে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
তিনি আরও বলেন, কয়েকজনের ফোনে একেপিএসের কর্মকর্তাদের ছবি পাওয়া গেছে। যা সিন্ডিকেটে জড়িত থাকার ইঙ্গিত দিচ্ছে। ওই ছবিগুলো আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়াতে সহায়তার জন্য ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে টার্মিনাল-১ এ যে ১২৮ জনকে প্রবেশে বাধা দেয়া হয় তাদের মধ্যে ১২৩ জন বাংলাদেশি, দুইজন পাকিস্তানি, দুই জন ইন্দোনেশিয়া ও একজন সিরিয়ার নাগরিক। টার্মিনাল-২ এ বাকি ৭০ জনের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ১৩ জন ভারতীয়, ৪ জন পাকিস্তানি এবং দুইজন ভিয়েতনামের।
সুহেইল আরও জানান, আটক ব্যক্তিদের মোবাইল ফোনে একেপিএস-এর কর্মকর্তাদের ছবি পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, একটি চক্র এসব ছবি ব্যবহার করে অন্যদের অবৈধভাবে প্রবেশে সহায়তা করছিলো। তিনি বলেন, ধারণা করা হচ্ছে যাদের আগে ফেরত পাঠানো হয়েছে তারাই এসব ছবি ছড়িয়ে দিয়েছে। এটি স্পষ্ট ইঙ্গিত দেয় এসব চক্র এখন আইন প্রয়োগকারী সংস্থার পদক্ষেপের সঙ্গে তাল মিলিয়ে নতুন কৌশলে কাজ করছে।