রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ০১:৫২:০৫

কারাবন্দি অবস্থায় হার্ট অ্যাটাকে আ. লীগ নেতার মৃত্যু

কারাবন্দি অবস্থায় হার্ট অ্যাটাকে আ. লীগ নেতার মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন নান্নু (৬০) কারাবন্দি অবস্থায় মারা গেছেন।

বোরবার (২৭ জুলাই) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।  

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউর রহমান বলেন, ভোর ৪টার সামান্য আগে তাকে হাসপাতালে আনা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছিল। হাসপাতালে আসার ৫/৭ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ অবস্থায় আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।

মুন্সীগঞ্জ কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের পর গত ৫ মে থেকে সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ কারাগারে বন্দি ছিলেন। 

নান্নুর তিন কন্যা রয়েছেন, দুজন রাজধানী ঢাকায় এবং একজন যুক্তরাজ্যে বসবাস করেন।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, বুকের ব্যাথার কারণে রোববার ভোর রাত সাড়ে ৩টায় তাকে জেলখানা থেকে হাসাপাতালে নিলে ৪টার দিকে তিনি মারা যান। তবে হাসপাতালে তাকে ভর্তি দেখানো হয়নি। তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্ত করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ ফয়সাল বিপ্লবের ফুফাতো ভাই। গ্রেপ্তারের পর ফয়সাল বিপ্লবও কিছু দিন এই কারাগারে ছিলেন। এখন তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, বন্দি অবস্থায় মারা যাওয়া সারোয়ার হোসেন নান্নুর বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সহিংসতার ঘটনায় একটি হত্যা মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে