রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ০৫:৪৫:০৬

রাজধানীতে হেলে পড়ল ৬ তলা ভবন

রাজধানীতে হেলে পড়ল ৬ তলা ভবন

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর ডেমরায় হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনে একটি ৬তলা ভবন হেলে পাশের ভবনে পড়েছে। আজ রোববার (২৭ জুলাই) ডেমরা স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৬তলা ভবনটি পাশের ৭তলা আরেকটি ভবন হেলে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে।

এদিকে ডেমরা থানা সূত্র জানিয়েছে, হেলে পড়া ভবনটিতে থাকা লোকজন নিরাপদ স্থানে আছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে