সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ০২:১১:১৩

বাবর দেশপ্রেমিক, নির্যাতিত ও মজলুম নেতা, এমন অভিযোগ অগ্রহণযোগ্য: মাহমুদ রাফি

 বাবর  দেশপ্রেমিক, নির্যাতিত ও মজলুম নেতা, এমন অভিযোগ অগ্রহণযোগ্য: মাহমুদ রাফি

এমটিনিউজ২৪ ডেস্ক : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দেশপ্রেমিক ও মজলুম নেতা বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।

সোমবার (২৮ জুলাই) তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

রাফি বলেন, লুৎফুজ্জামান বাবর একজন পরীক্ষিত, মজলুম ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ দেশের আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।

তিনি বলেন, একজন নির্যাতিত ও মজলুম রাজনীতিবিদের বিরুদ্ধে পুনরায় এমন অভিযোগ উত্থাপন অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। রাজনীতিতে শিষ্টাচার ও ন্যায়বোধ বজায় রাখা অতীব প্রয়োজনীয়।

রোববার নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে মন্তব্য করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার বক্তব্য ঘিরে নেত্রকোণায় বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে মিছিল করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় আলোচনা-সমালোচনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে