এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানী ঢাকার কারওয়ান বাজার এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকবিরোধী অভিযান শুরু করেছে সেনাবাহিনী।
সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় শুরু হয় এ অভিযান।
এ সময় কারওয়ান বাজারের কিচেন মার্কেট, রেললাইনের দুই পাশের বস্তি ও আশপাশের এলাকায় অভিযান চালান সেনাবাহিনীর সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারওয়ান বাজারের কিচেন মার্কেটের ছাদে তল্লাশি করা হয়েছে। কিছু দোকানেও তল্লাশি করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও রেললাইনের দুই পাশের বস্তি ঘরেও তল্লাশি করেছেন সেনাসদস্যরা।
অভিযানে অংশ নেওয়া দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করছেন। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
তেজগাঁও সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুন্নুন নাহিদ জানান, কারওয়ান বাজারে সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী অভিযান চালানো হয়েছে।