এমটিনিউজ২৪ ডেস্ক : ফলোআপ চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডনে নিয়ে যাওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি তার দল, পরিবার কিংবা চিকিৎসকরা। তবে চিকিৎসার জন্য যেকোনো সময় তাকে আবার লন্ডনে যেতে হতে পারে।
কিন্তু বেগম জিয়ার লন্ডনের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। তাই তার জন্য নতুন করে লন্ডনের মাল্টিপল ভিসার আবেদন করা হয়েছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তাও চেয়েছে বিএনপি। এ জন্য সম্প্রতি দলের পক্ষ থেকে একটি চিঠিও দেওয়া হয়েছে। বিএনপির একাধিক সূত্রে এমন তথ্য জানা গেছে।
জানতে চাইলে খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার গণমাধ্যমকে বলেন, ম্যাডামের লন্ডনের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মাল্টিপল ভিসার জন্য আবেদন করা হয়েছে। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। তবে ফলোআপ চিকিৎসার জন্য ম্যাডামের ফের লন্ডনে যাওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ম্যাডামের লন্ডনে ফলোআপ চিকিৎসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি।