মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১১:৩৪:২৯

দীর্ঘ ২৬ বছর কারাভোগের পর ৬০ বছর বয়সে বিয়ে করলেন এই নেতা

দীর্ঘ ২৬ বছর কারাভোগের পর ৬০ বছর বয়সে বিয়ে করলেন এই নেতা

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রায় ২৬ বছর কারাগারে কাটানোর পর এবার জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন নাছির উদ্দিন চৌধুরী। কারাগার থেকে মুক্তি পাওয়ার ১১ মাস পর ৬০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন চট্টগ্রামের আলোচিত এই ব্যক্তি। 

হাটহাজারীর মন্দাকিনী এলাকার এলাহী বক্সের ছেলে নাছির উদ্দিন চৌধুরী। দীর্ঘ ২৬ বছর বিভিন্ন মামলায় কারাভোগ করেন তিনি। ১৯৯৮ সালের ৯ এপ্রিল থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত টানা কারাগারে ছিলেন। এরপর গত বছর ১১ আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

মুক্তির পর দীর্ঘদিন নিভৃতে থাকা নাছির হঠাৎই আলোচনায় চলে আসেন বিয়ের খবর দিয়ে। বৃহস্পতিবার (২৪ জুলাই) হাটহাজারীর ছিপাতলী গ্রামের কুলসুমা বেগমকে বিয়ে করেছেন তিনি। দেনমোহর ধার্য করা হয়েছে ১৫ লাখ টাকা। পরিবার জানিয়েছে, এই বিয়েতে মেয়েপক্ষ থেকে কোনো যৌতুক নেয়া হয়নি।

নাছিরের বড় বোন লিলি আক্তার বলেন, ‘আমার ভাই এখন সংসারী হতে চায়। সুন্দরভাবে জীবন যাপন করতেই এই সিদ্ধান্ত। আমরা তাকে সাধ্যমতো সহযোগিতা করছি।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি ও তথ্য ছড়িয়ে পড়ার পর থেকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিয়ের পর নাছির বলেন, ‘বিবাহিত জীবনে যাতে সুখী হতে পারি, সেই দোয়া চাই সবার কাছে। ব্যবসা করে সংসার চালিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চাই।’

নাছিরের বিরুদ্ধে এক সময় ছিল ৩৬টি মামলা। এর মধ্যে জোড়া খুন, চাঁদাবাজি, অপহরণ, অস্ত্র আইনসহ নানা অভিযোগ ছিল। একে একে ৩১টি মামলায় খালাস পান তিনি। দুটিতে সাজা হলেও দীর্ঘ কারাভোগে তিনি সাজা শেষ হয়ে গেছে। বর্তমানে তার বিরুদ্ধে আরও তিনটি মামলা চলমান, যার দুটি আগেই জামিনে ছিলেন। সর্বশেষ মামলায় গত বছর ১১ আগস্ট জামিন পান তিনি।

র‍্যাব ও পুলিশের তালিকাভুক্ত এই নাছির একসময় ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। শিবিরে তিনি ‘শিবির নাছির’ নামে পরিচিত ছিলেন। ২০০৮ সালে একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজা হয় তার। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসে পুলিশের ওপর হামলার মামলায় আরও পাঁচ বছরের সাজা হয়। এর আগেই ২০১৫ সালের ২৪ মার্চ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন হত্যা মামলায় খালাস পান তিনি।

উল্লেখ্য, ১৯৯৪ সালের ২০ নভেম্বর জমির উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়েছিল। একইভাবে নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরি এবং হাটহাজারীর তিন খুনের মামলাতেও খালাস পেয়েছেন নাছির।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে