এমটিনিউজ২৪ ডেস্ক : এবার ফন্দি-ফিকির করে ক্ষমতা দখল করলে ৫ আগস্টের মতোই প্রতিরোধের মুখে পরবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গতকাল সোমবার রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি কথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই দায়িত্ব হস্তান্তর হবে। ক্ষমতায় যেই আসুক।
অন্য কোন উপায়ে ক্ষমতা দখলের ফন্দি-ফিকির ৫ ই আগস্টের মতোই প্রতিরোধের মুখে পরবে।