মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ০৬:১৭:০৯

‘জুলাই সনদ’ নিয়ে শিবির সভাপতির হুঁশিয়ারি

‘জুলাই সনদ’ নিয়ে শিবির সভাপতির হুঁশিয়ারি

এমটিনিউজ২৪ ডেস্ক : জুলাই ঘোষণাপত্র ও সনদ কোনো দলের চিন্তার অনুলিপি হলে ছাত্র-জনতা তা মেনে নেবে না বলে ‘হুঁশিয়ারি’ দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টা ২৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

ফেসবুকে জাহিদুল ইসলাম লিখেন, ‘কাউকে ক্ষমতায় বসানো কিংবা ক্ষমতা থেকে সরানোর জন্য জুলাই হয়নি। জুলাই মানে বৈষম্য ও প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ। জুলাই মানে আমূল পরিবর্তন।’

জাহিদুল ইসলাম আরও লিখেছেন, ‘জুলাই ঘোষণায় শহীদ-গাজীদের রক্ত আর ত্যাগের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে হবে। শহীদের রক্ত এখনো আমাদের হাতে লেগে আছে। প্রয়োজনে আবার জুলাই ফিরে আসবে। কিন্তু কোনো দল বা গোষ্ঠীর তাঁবেদারি মেনে নেওয়া হবে না। মাইন্ড ইট।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে