বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ০১:৪২:১২

রিয়াদের মায়ের দেওয়া তথ্য সঠিক নয়: আস-সুন্নাহ ফাউন্ডেশন

রিয়াদের মায়ের দেওয়া তথ্য সঠিক নয়: আস-সুন্নাহ ফাউন্ডেশন

এমটিনিউজ২৪ ডেস্ক : গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে পাকা ভবন তৈরির অর্থ নিয়ে তার মা রেজিয়া বেগমের দেওয়া তথ্য সঠিক নয় বলে জানিয়েছে আস–সুন্নাহ ফাউন্ডেশন। ওই পরিবারকে কোনো সহায়তা করেনি বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন।

রিয়াদের মায়ের দাবি অনুযায়ী, বন্যার পর তারা ঘর নির্মাণে টিন সহায়তা পেয়েছেন। এ ছাড়া আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।

গুলশানে আওয়ামী লীগের নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদার টাকা আনতে গেলে রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি পাকা বাড়ি করছে রিয়াদের পরিবার। এনিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। গণমাধ্যমকর্মীদের কাছে রিয়াদের মা রেজিয়া বেগম আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে টাকা পাওয়ার দাবি করেন।

বিজ্ঞপ্তিতে আস–সুন্নাহ ফাউন্ডেশন বলেছে, তাদের রেকর্ড অনুযায়ী ওই ইউনিয়নে আবদুর রাজ্জাক ওরফে রিয়াদ, তাঁর বাবা আবু রায়হান, অথবা তাঁর মা রেজিয়া বেগম নামের কেউ আস–সুন্নাহ ফাউন্ডেশনের উপকারভোগীদের তালিকায় নেই। রিয়াদ বা তাঁর পরিবারের কারও বিকাশ নম্বরে কোনো লেনদেনও তাদের রেকর্ডে নেই বলে জানিয়েছে আস–সুন্নাহ ফউন্ডেশন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে