শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ০৬:৫২:১১

বিএনপি ক্ষমতায় গেলে সবার পরামর্শে দেশ চালাবে: নজরুল ইসলাম

বিএনপি ক্ষমতায় গেলে সবার পরামর্শে দেশ চালাবে: নজরুল ইসলাম

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতা পেলে সবার পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করবে। দেশের মানুষের কল্যাণে কাজ করবে।

শুক্রবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের হাটজারীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির মরহুম আল্লামা আহমেদ শাহ শফি ও আল্লামা জুনায়েদ বাবু নগরীর কবর জিয়ারতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের সংগ্রাম আর ২০২৪-এর জুলাই-আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটি দাবি আদায় হয়েছে। সেটি হলো- বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। সবচেয়ে বেশি শহীদ, সবচেয়ে বেশি বিচারবহির্ভূত হত্যার শিকার, সবচেয়ে বেশি মামলা-হামলার শিকার বিএনপি হয়েছে। কিন্তু বিএনপি সবাইকে সঙ্গে নিয়ে এই লড়াই-সংগ্রাম চালিয়ে গেছে।

তিনি আরও বলেন, আমাদের মূল দাবি ছিল দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা- এটা এখনো অসম্পূর্ণ আছে। এর জন্য বিভিন্ন আলোচনার পর্যালোচনা চলছে। কিছু সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এর জন্য ঐকমত্য কমিশনও গঠন করা হয়েছে। জুলাই সনদের ব্যাপারে আমরা মতামত দিয়েছি। ফলে নির্বাচনের পথে আর বাধা আছে বলে আমরা মনে করি না। আমরা আশা করি, সরকারের পক্ষ থেকে এ বিষয় নিয়ে একটা দিকনির্দেশনা আসবে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, জুলাইয়ের জাতীয় সনদ-২০২৫ এর একটা কসরা ড্রাফ জাতীয় ঐকমত্য কমিশন থেকে সব দলের কাছে পাঠানো হয়েছে। সেগুলো বাস্তবায়নের জন্য দুই বছরের সময়সীমা একটা প্রস্তাব করেছে। সেখানে আমরা সংশোধন করে ড্রাফটা ঐকমত্য কমিশনে জমা দিয়েছি।

চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা হেফাজতে ইসলামের মূলকেন্দ্র হিসেবে পরিচিত। শুক্রবার সেখানে মাদ্রাসা পরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, জুমার নামাজ আদায় ও কবর জিয়ারতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ। এ সময় তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম জেলা ও উপজেলা নেতাকর্মীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে