শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ০৩:৩১:০৯

জানেন এবার কী সুখবর বিকাশ গ্রাহকদের জন্য?

জানেন এবার কী সুখবর বিকাশ গ্রাহকদের জন্য?

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের জনপ্রিয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশ এবার গ্রাহকদের জন্য চালু করেছে ঝামেলামুক্ত সাপ্তাহিক ডিপিএস সেবা। মাত্র ২৫০ টাকা দিয়ে সপ্তাহে সপ্তাহে ঘরে বসেই ডিপিএস (Deposit Pension Scheme) খোলা যাবে বিকাশ অ্যাপে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের কাগজপত্রের প্রয়োজন নেই, অর্থাৎ পুরো সেবাটি সম্পূর্ণ ডিজিটাল।

এই সুবিধাটি পাওয়া যাবে ব্র্যাক ব্যাংক লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং ঢাকা ব্যাংক লিমিটেড-এর অংশীদারিত্বে।

সেবার মূল বৈশিষ্ট্য:
সাপ্তাহিক কিস্তি: ২৫০, ৫০০, ১,০০০, ২,০০০ ও ৫,০০০ টাকা থেকে বেছে নেওয়ার সুবিধা।
মেয়াদ: ৬ অথবা ১২ মাস।
চার্জ ছাড়াই উত্তোলন: মেয়াদ শেষে মুনাফাসহ টাকা বিকাশ অ্যাকাউন্টে পাওয়া যাবে, কোনো চার্জ ছাড়াই।
কাগজপত্রের ঝামেলা নেই: পুরো প্রক্রিয়া মোবাইল অ্যাপেই সম্পন্ন হবে।
স্বয়ংক্রিয় কিস্তি প্রদান: নির্ধারিত দিনে বিকাশ অ্যাকাউন্ট থেকে কিস্তির টাকা কেটে নেওয়া হবে।
কীভাবে খুলবেন সাপ্তাহিক ডিপিএস?

১. বিকাশ অ্যাপের হোম স্ক্রিনে গিয়ে ‘সেভিংস’ অপশন সিলেক্ট করুন।
২. ‘নতুন সেভিংস খুলুন’ অপশন থেকে ‘ডিপিএস’ নির্বাচন করুন।
৩. সেভিংসের উদ্দেশ্য, মেয়াদ (৬ বা ১২ মাস), এবং সাপ্তাহিক কিস্তির পরিমাণ নির্বাচন করুন।
৪. আপনার পছন্দের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নির্বাচন করে বিস্তারিত তথ্য দেখে নিন।
৫. নমিনির তথ্য দিন ও বিকাশ পিন দিয়ে নিশ্চিত করুন।

প্রতি সপ্তাহে নির্ধারিত দিনে কিস্তির টাকা স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। যদি নির্ধারিত দিনে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকে, বিকাশ তিনদিন পর্যন্ত চেষ্টা করবে টাকা কাটার জন্য।

গুরুত্বপূর্ণ তথ্য:
একাধিক ডিপিএস একসাথে খোলা যাবে।
মেয়াদপূর্তির আগেই বন্ধ করলে মুনাফা কমে যেতে পারে বা না-ও থাকতে পারে।
মুনাফার হার নির্ধারিত হবে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নীতিমালার ভিত্তিতে।
AIT ও আবগারি শুল্ক দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
বিকাশ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে গ্রাহক কনফার্মেশন মেসেজ পাবেন।
বিশেষজ্ঞদের মতে, কম আয় বা অনিয়মিত আয়ের মানুষের জন্য এই সেবা হতে পারে ভবিষ্যতের জন্য একটি নিরাপদ ও কার্যকর সঞ্চয়ের মাধ্যম। মোবাইল ফোন দিয়েই যেখানে ডিপিএস খোলা যাচ্ছে, এটি দেশের আর্থিক অন্তর্ভুক্তির পরিধি আরও বিস্তৃত করবে।

ডিপিএস সেবা শুরু করতে এখনই বিকাশ অ্যাপটি আপডেট করে ‘সেভিংস’ অপশনটি একবার ঘুরে দেখুন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে