রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ০৭:৪০:৩৯

যে অভিযোগ আনলেন হাসনাত আব্দুল্লাহ

যে অভিযোগ আনলেন হাসনাত আব্দুল্লাহ

এমটিনিউজ২৪ ডেস্ক : এনসিপির নেতাকর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তা রাজনৈতিকভাবে মোকাবেলা করব।’
এমটিনিউজ২৪ ডেস্ক : এলাকায় এলাকায় এনসিপির নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করে দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘কোনো নেতাকর্মীর ওপর হামলা হলে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।’

রবিবার (৩ আগস্ট) বিকেলে জাতীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এখন আমাদের কাজ করার সময়। আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি, কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না।

তিনি বলেন, ‘আমরা জানি এলাকায় এলাকায় আপনাদের বাধা দেওয়া হচ্ছে। এনসিপির কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। আমরা দ্ব্যর্থহীনকণ্ঠে বলতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া; এনসিপির একজন নেতাকর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তা রাজনৈতিকভাবে মোকাবেলা করব।’ 

তিনি আরো বলেন, ‘আমাদের আহ্বায়ক ও সদস্যসচিব পরবর্তী দিকনির্দেশনা দেবেন। আমাদের জীবন চলে গেলেও আমরা তাদের দিকনির্দেশনা বাস্তবায়ন করব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে