ঢাকা : জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান। আজ বুধবার ১১টার সময় তিনি রাজধানীর বারডেম হাসপাতাল থেকে মুক্তি পান।
কারাগারে আটক থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পরলে তাকে বারডেম হাসপাতাল ভর্তি করানো হয়। এখানেই তিনি চিকিৎসাধীন আছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, নাশকতার একাধিক মামলায় এম এ মান্নান গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন।
২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন