সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ০৩:৫৫:০৫

আগামীকাল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আগামীকাল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

এমটিনিউজ২৪ ডেস্ক : এবার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এই উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দিনভর থাকবে জুলাই শহীদ পরিবার ও আহতদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ নানা আয়োজন।

গতকাল রোববার (৩ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এই আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

এই কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতাকে নিয়ে আসার জন্য সরকার আট জোড়া ট্রেনও ভাড়া করেছে। এই বিশেষ ট্রেনের ৩০ লাখ টাকা ভাড়া পরিশোধ করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জুলাই গণঅভ্যুত্থান অধিদফতরের চাহিদার প্রেক্ষিতে মুুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয়কে ট্রেন বরাদ্দে চিঠি দেয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে