এমটিনিউজ২৪ ডেস্ক : হার্টের ১১ ধরনের স্টেন্টের (রিং) দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রিংয়ের দাম একেকটি তিন থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত কমিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (৪ আগস্ট) বিকেলে মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশের আলোকে ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন চার্জ বা কমিশন এবং কোম্পানিগুলোর যুক্তিসঙ্গত মুনাফা বিবেচনায় এনে আববোট, বোস্টন, সায়েন্টিফিক এবং মেডিট্রনিক থেকে আমদানিকৃত করোনারি স্টেন্টসমূহের সর্বোচ্চ খুচরা মূল্য পুনঃনির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
১১ ধরনের রিংয়ের মধ্যে মেডিট্রনিক কোম্পানির রিসোলেট অ্যানেক্স দাম ধরা হয়েছে ৯০ হাজার টাকা। বোস্টন কোম্পানির প্রমাস অ্যালিটের ৭২ হাজার টাকা, প্রমাস প্রিমিয়ামের দাম ধরা হয়েছে ৭০ হাজার টাকা। সেনের্জারি ৯০ হাজার টাকা, সেনের্জারি শেইল্ডের দাম ধরা হয়েছে ৯০ হাজার, সেনের্জারি এক্সডির দাম ধরা হয়েছে এক লাখ টাকা।
এছাড়া অ্যাববোট কোম্পানির অ্যাক্সজিন্সের প্রিমিয়ামের দাম ধরা হয়েছে ৫০ হাজার টাকা, অ্যাক্সজিন্স এক্সপিডিশনের দাম ধরা হয়েছে ৭১ হাজার টাকা, অ্যাজিন্স অ্যালফাইনের দাম ধরা হয়েছে ৯০ হাজার টাকা, অ্যাক্সজিন্স সিয়ারার দাম ধরা হয়েছে ৯০ হাজার টাকা এবং মেডিট্রনিকের ওনিক্স ট্রাকোরের দাম ধরা হয়েছে ৫০ হাজার টাকা।