এমটিনিউজ২৪ ডেস্ক : মৌলিক সংস্কার ও আওয়ামী লীগের দোষীদের বিচার ছাড়া নির্বাচন দিলে দেশে বিদ্রোহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের শীর্ষ নেতারা। গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার (৫ আগস্ট) দলটির পক্ষ থেকে আয়োজিত সমাবেশে একথা বলেন তারা।
এদিকে দেশ থেকে চাঁদাবাজি দূর করতে নতুন অভ্যুত্থানের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম৷ জুলাই অভ্যুত্থানের এক বছর পার হওয়ায় রাজধানী জুড়েই নানা কর্মসূচি পালন করেছে অন্যান্য ইসলামী দল ও সংগঠন।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনেও রাজপথে জনসমুদ্র। বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের আলাদা আলাদা কর্মসূচিতে ঢল নামে নেতাকর্মীদের। পল্টন মোড় থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল।
মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেলের হুঁশিয়ারি, আওয়ামী লীগের দোষীদের বিচারের আগে নির্বাচন হলে দেশে বিদ্রোহ তৈরি হবে। মহাখালীতে পৃথক অনুষ্ঠানে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে জাতির সঙ্গে বেঈমানি করা হবে৷
অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত জুলাই র্যালি করে ছাত্রশিবির। পরে কেন্দ্রীয় নেতারা বলেন, অনেক জায়গায় এখনও বসে আছে ফ্যাসিস্টের অনুসারীরা। তাদেরকে অবিলম্বে সরিয়ে দেয়ার পাশাপাশি ফ্যাসিবাদী কাঠামো বিলোপের আহ্বান জানান তারা।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসময় চাঁদাবাজি বিলোপে নতুন অভ্যুত্থানের ডাক দেন দলটির আমির।
এদিকে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করে ইন্তেফাদা বাংলাদেশ। এতে যোগ দেন আলেম সমাজের প্রতিনিধিরা।