এমটিনিউজ২৪ ডেস্ক : জুলাই-আগস্ট আন্দোলনে হত্যাকাণ্ড ও ভূমিদস্যুতার অভিযোগে অভিযুক্ত আওয়ামী দোসরদের বিচারের দাবিতে রাজধানীর দারুস সালাম টাওয়ারে মানববন্ধন করেছে বৃহত্তর মিরপুরের ছাত্র-জনতা।
আজ (৫ আগস্ট) বিকেল ৪টায় দারুস সালাম থানা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী।
বক্তারা অভিযোগ করেন, গাবতলীর কুখ্যাত ভূমিদস্যু ডিপজল আওয়ামী লীগের প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি দখল করে আসছে। তার গানম্যান নাদিম, বডিগার্ড খোকন, সন্ত্রাসী কালাচান, টোকাই গনি ও কালেক্টর ইদ্রিসসহ একটি সংগঠিত চক্র মিরপুর ও গাবতলীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
তারা বলেন, ‘ডিপজল শুধু একজন ব্যবসায়ী বা অভিনেতা নয়, সে একজন দুর্ধর্ষ ভূমিদস্যু। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের আশ্রয়ে-প্রশ্রয়ে সে একের পর এক অন্যায় করেছে। আমাদের দাবি- তাকে অবিলম্বে গ্রেপ্তার এবং দ্রুত বিচার করতে হবে।"
আয়োজকরা আরও জানান, ইতিহাসের জঘন্যতম ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার সরকার এই হত্যাকাণ্ডের পেছনে প্রত্যক্ষভাবে দায়ী। তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে এই চক্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “এবার আর নীরব থাকা যাবে না। যারা গুলি চালিয়েছে, যারা নির্দেশ দিয়েছে- তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে।”
এছাড়াও বক্তারা অভিযোগ করে বলেন, শেখ হাসিনা সরকারের অন্যতম সহযোগী ডিপজল, নিখিল, ইলিয়াস মোল্লা, কামাল আহমেদ মজুমদার, সাচ্চু, তুহিনসহ সব দোসর ও হত্যাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
মানববন্ধনে ছাত্র-জনতার পাশাপাশি অংশ নিয়েছেন জুলাই আন্দোলনে নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীরাও।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৯নং ওয়ার্ড ডিএসসিসি থেকে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলাম সাইদুল, মহিলা দলের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রাজীব আহম্মেদ, যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সোহেল রহমান, দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফ মৃধা, সায়েম মণ্ডল, বাবুল মিয়া ও মো. আবুল কালাম, ইকবাল মাহমুদ রিপন। মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাঁশার ভূঁইয়া, মাসুদ আক্তার পলাশ, সদস্য আব্দুস সালাম চৌধুরী, মোঃ নাসির। শাহ্আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন দেওয়ান, সোলায়মান দেওয়ান। ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শামীম আহমেদ, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমেদ, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর আবু বক্কর সিদ্দিক মাকসুদ, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ১১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ স্বপন, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক শাহরিয়ার দিল খায়ের শিপু। মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কেএম ইয়াহিয়া সামী, দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা মাসুদ পারভেজ, সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোখলেসুর রহমান মোখলেস, মিরপুর থানা ছাত্রদলের আহ্বায়ক অনিক রহমান, সদস্য সচিব আকিল আহম্মেদ অনিক, দারুস সালাম থানা ছাত্রদলের সদস্য সচিব ওমর নাঈম, যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. রুমন আহমেদ, মিরপুর থানা মহিলা দলের আহ্বায়ক নিপা, সদস্য সচিব সেলিনা আক্তার কণিকা, যুগ্ম আহ্বায়ক জোৎস্না বেগম, দারুস সালাম থানা ওলামা দলের সদস্য সচিব মো. জাকিরুল আলম প্রমুখ নেতা।