শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫, ০২:০৫:০৩

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে হামলা, এইচআর হেডসহ আহত ১৫

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে হামলা, এইচআর হেডসহ আহত ১৫

এমটিনিউজ২৪ ডেস্ক : পুরানা পল্টনে আল-আরাফাহ্ ব্যাংকের হেড অফিসের সামনে সাত দিন ধরে আন্দোলনরত চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায় ব্যাংকের সিকিউরিটি গার্ডরা। এতে বেশ কয়েকজন আহত হন -বাংলাদেশ প্রতিদিন

বেসরকারি খাতের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মানবসম্পদ বিভাগের (এইচআর) প্রধান আমির হোসেনসহ অন্তত ১৫ জন এক সশস্ত্র হামলায় আহত হয়েছেন। গতকাল বিকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত ব্যাংকের নিরাপত্তাপ্রহরী শাহিনুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এইচআরপ্রধান আমির হোসেনকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংকের প্রধান কার্যালয় দীর্ঘদিন অবরুদ্ধ থাকায় গুরুত্বপূর্ণ কার্যক্রম পার্শ্ববর্তী সুরমা টাওয়ারে পরিচালিত হচ্ছিল। সেখান থেকে এইচআরপ্রধান ও তিনজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) গাড়িতে ওঠার সময়, আন্দোলনকারীরা হঠাৎ তাঁদের ঘিরে ধরে হামলা চালান। নিরাপত্তাকর্মীরা ছুটে এলে তাঁদেরও বেধড়ক মারধর করা হয়। কয়েক শ হামলাকারী লাঠিসোঁটা নিয়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত করে। আহতদের মধ্যে রয়েছেন আমির হোসেন, শাহিনুর, লিটন (২৫), ইলিয়াস (৩৮), ফাহিম (১৯), রকি হোসেন (২৬), তোফায়েল (৩২), নুর আলম (৪২), আরিফ (২৫), জাকির হোসেন (২৫), সাগর (২৯), লুৎফর, ফারুক ও সোহেল। তাঁরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। 

এ ঘটনায় পল্টন থানায় মামলা করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সূত্রমতে ব্যাংকের নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত ও সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে ১ হাজার ৪১৪ জন কর্মকর্তার মূল্যায়ন নেওয়া হয়। পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ৫৪৭ জন কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়। তাঁদের অভিযোগ, কোনো পূর্ব নোটিস ছাড়াই অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুতদের একটি অংশ গত ২৮ জুলাই থেকে ব্যাংকের প্রধান কার্যালয়ের গেট অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। 

পুলিশের তথ্য অনুযায়ী, আন্দোলনে প্রতিদিন নতুন নতুন মুখ দেখা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি, তবে আন্দোলনকারীদের ওপর কড়া নজরদারি চলছে। ব্যাংকের এক কর্মকর্তা জানান, অবস্থানকারীরা বলপ্রয়োগ করে কর্মীদের অফিসে ঢুকতে বাধা দিচ্ছে। এতে কর্মপরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 

জানা যায়, দেশের আরও চারটি ব্যাংকে এর আগেও কর্মী ছাঁটাই হয়েছে, কিন্তু কোথাও এভাবে সহিংসতা ছড়িয়ে পড়েনি। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি মোকাবিলার চেষ্টা চললেও পেছন থেকে কিছু গ্রুপ পরিস্থিতিকে জটিল করে তুলছে। 

বাংলাদেশ ব্যাংকের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কয়েকটি ব্যাংকে নজিরবিহীনভাবে চাহিদার অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়েছে। যাচাইবাছাই ছাড়াই নির্দিষ্ট এলাকার লোকজনকে প্রাধান্য দেওয়া হয়, যা দেশের মেধাবীদের জন্য ছিল চরম অবিচার। বর্তমানে ওই অবৈধ নিয়োগকে কেন্দ্র করেই গোটা ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে