এমটিনিউজ২৪ ডেস্ক : সাবেক এমপি যুবলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ দাবি করেন।
ইলিয়াস বলেন, ৩ আগস্ট রাতে ২০ রাউন্ড গু'লি নিয়ে বের হয়েছিলেন ব্যারিস্টার সুমন! হাসি-তামাশা করে বলছিলেন, ছাত্ররা আটকালে ২০ রাউন্ড আছে৷ এই বাটপারের সর্বোচ্চ শাস্তি চাই৷
গত বছরের অক্টোবরে গভীর রাতে রাজধানীর মিরপুর ৬ নাম্বার এলাকা থেকে সুমনকে পুলিশ গ্রেফতার করে। স্বৈরশাসক খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সুমন তার বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে মিরপুর ও আদাবর থানায় দুটি হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ওই বছরের ২২ অক্টোবর যুবদল নেতার হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলার শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, ব্যারিস্টার সুমন প্রতারণার মাধ্যমে কাজ করে থাকেন। রাজনীতিতে কিছু মানুষ আছে, যারা প্রকৃত রাজনীতি করে না। সে সংসদে নিজেকে সেলফি এমপি দাবি করে।
সবচেয়ে বেশি টাকার গাড়ি সে আমদানি করলেও চালাতে পারিনি। ফেসবুকে বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রতারণা করত। নিজের মানুষ দিয়ে আগে থেকে এসব তৈরি করে রাখত। প্রতারণা করে নিজেকে অবৈধ এমপি ঘোষণা করেছে। তিনি ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নিয়েছেন।