এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখা। মোট ৫৯৩ জন শিক্ষার্থীর এই হল কমিটিগুলোতে নিষিদ্ধ ছাত্রলীগের অনেক নেতাকর্মীদের নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (০৮ আগস্ট) কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। বিতর্কের জেরে তদন্ত কমিটিও গঠন করেছে শাখা ছাত্রদল।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাবিতে ছাত্রদলে পদ পাওয়া ৬ জন বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (০৮ আগস্ট) রাতে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে পোস্ট করা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।